নাটোরের বড়াইগ্রামে প্রকাশ্য দিবালোকে রুবেল হোসেন (২৬) নামে এক যুবককে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত রুবেল হোসেন উপজেলার উপলশহর গ্রামের শুকুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর বারোটার দিকে রুবেল ও তার শ্যালক শহীদ রসুনের জমি দেখে ফেরার পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় দুটি মোটরসাইকেলে পাঁচজন লোক তাদের গতি রোধ করে।
এ সময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে রুবেলের লাল রঙের এপাচি ব্যান্ডের দেড়শ সিসি মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু এতে বাধা দিলে দুর্বৃত্তরা রুবেলের বাম পায়ে দুটি ও ডান পায়ে হাঁটুর উপরে একটি গুলি করে। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে মাথায় গুরুতর জখম করে। পরে রসুনের জমিতে কাজে ব্যস্ত কৃষকেরা বুঝতে পেরে এগিয়ে আসলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত রুবেলকে মোটর সাইকেলসহ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার এসআই পার্থ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের আটকের চেষ্টা করা হবে।
প্রসঙ্গত, প্রায় মাসখানেক আগে আহম্মেদপুর ব্রিজ এলাকায় দিনের বেলায় একইভাবে গুলি করে অপর একজনের মোটর সাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল