নাটোরের বড়াইগ্রামে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (৫৩) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম উপজেলার পশ্চিম মালিপাড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান সাইফুল ইসলামকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। কাভার্ড ভ্যানটি পালিয়ে যাওয়ায় সেটি সনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল