ময়মনসিংহের তারাকান্দা থেকে অভিযান চালিয়ে আল-আমিন (২০) নামের একজনকে ৫০ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিম তাকে আটক করে।
উপজেলার দলির বাজার সংলগ্ন এলাকায় চেকপোষ্ট বসিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ওসি অপারেশন মোঃ কাইয়ুম।
তিনি জানান, আল-আমিনের কাছ থেকে ৫০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে তারাকান্দা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল