নেত্রকোনায় ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকেদের মধ্যে একজন নারী সদস্য রয়েছেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. ছানোয়ার হোসেন জানান, মঙ্গলবার দিন থেকে রাত পর্যন্ত অভিযানে তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, ২২ কেজি গাঁজা ও ২২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এর মধ্যে কেন্দুয়া উপজেলায় ৯০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে মো. সঞ্জু মিয়া ও মো. শাহিন মিয়াকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পূর্বধলা উপজেলা থানা পুলিশ ২২ কেজি গাজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। নেত্রকোনা শহরের চকপাড়া থেকে ১৯ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী হুসনে আরা ও উকিল পাড়া থেকে ৩ গ্রাম হিরোইনসহ মো. লাসু মিয়াকে আটক করে পুলিশ।
এদের প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩/৪ টি করে মামলা রয়েছে। এবার আটকের পরও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। নেত্রকোনাকে মাদক মুক্ত করতে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এএসপি।