ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরণকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
মঙ্গলবার রাত ১২টার দিকে হিরণকে গ্রেফতার করা হয়।
হিরণের বিরুদ্ধে গৌরীপুর ও নেত্রকোনার পূর্বধলা থানায় সহিংসতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। পূর্বধলা থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।