বরগুনার পাথরঘাটার বিষখালী ও বল্বেশর নদীর মোহনার লালদিয়ার দক্ষিণ থেকে আজ সকালে জাটকা ও দুইটি ট্রলারসহ ১৯ জেলেকে আটক করা হয়েছে। চরদুয়ানী নৌ পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটক জেলের মধ্যে আল-আমিন খান, কাওসার, জাকির হোসেন, মনির মিয়া, সোহেল খান, আমির খান, এমাদুল, মমেন মাঝি, আনোয়ার হোসেন, আব্দুল জলিল, সাইকুল, খাইরুল ও মাইনুলের নাম জানা গেছে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক জানান, বিষখালী ও বল্বেশর নদীর মোহনায় পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হয়। বুধবার ভোরে বিষখালী-বলেশ্বর নদীর মোহনার লালদিয়ার দক্ষিণ থেকে প্রায় ২৫ মণ জাটকা, এক হাজার ঘনফুট জাল, দুইটি ট্রলারসহ ১৯ জেলেকে আটক করা হয়। উদ্ধারকৃত জাটকাগুলো গরীবদের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া ট্রলার দু’টি প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে এবং আটক জেলেদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এ মজুমদার