ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান-রঘুনাথপুরের মাঝামাঝি স্থানে ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের মোতালেব মন্ডলের ছেলে।
বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আব্দুল মান্নান যশোর থেকে কালীগঞ্জের দিকে আসছিলেন। পথিমধ্যে কেয়াবাগান-রঘুনাথপুরের মাঝামাঝি স্থানে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মান্নান নিহত হন।
বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম