রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় সুষ্ঠু নির্বাচনে নৌকা প্রতীকের জয় হয়েছে। এ নির্বাচনে ৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ক্ষমতাশীল দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাফর আলী খান জয়লাভ করেছেন। তাদের পক্ষ থেকে ভোট কারচুপির কোন অভিযোগ না করায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার দাবি করেছেন নির্বাচনী কর্মকর্তারা। প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, ক্ষমতাশীল দল আওয়ামী লীগ মনোনীত মো. জাফর আলী খান পেয়েছেন ৩ হাজার ৭শ ৯৮ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান (মোবাইল ফোন প্রতীক) পেয়েছেন ২ হাজার ২শ ২৭ ভোট ও বিএনপির মনোনিত প্রার্থী মো. ওমর আলী পেয়েছেন ১ হাজার ৭শ ৯৮ ভোট।
রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. নাজিম উদ্দীন জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সকল ব্যবস্থা নেয়া হয়েছিল। নির্বাচনে ৭০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। এখন পর্যন্ত কোন প্রার্থী বা তাদের পক্ষ থেকে নির্বাচনের কারচুপি বা অন্য কোন বিষয়ে অভিযোগ করেননি। নির্বাচনে ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫ এবং ৩টি সংরক্ষিত মহিলা আসনে ৬ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার