গাজীপুর সিটি করপোরেশন এলাকা থেকে আজ দুপুরে জাল কোর্ট ফি ও ষ্ট্যাম্পসহ দুইজনকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। আটককৃরা হলো, কুড়িগ্রামের রৌমারী থানার লালকুড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. গিয়াস উদ্দিন (৩৮) এবং গাইবান্ধার ফুলছড়ি থানার আগলারচর এলাকার আব্দুল আউয়ালের ছেলে মো. আইয়ুব আলী (৩৫)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে র্যাব-১ এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরে র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে মোগড়খাল এলাকায় অভিযান চালানো হয়। পরে ওই এলাকায় মো. গিয়াস উদ্দিনের বসত ঘর থেকে এক লাখ ৪৮ হাজার টাকার জাল রাজস্ব ষ্ট্যাম্প ও এক লাখ ৫৩ হাজার ৮শ’ টাকার জাল কোর্ট ফি ষ্ট্যাম্পসহ ওই দুজনকে আটক করা হয়। এ ব্যাপারে জয়দেবপুর থানায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এ মজুমদার