ময়মনসিংহের ভালুকায় এক ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকালে উপজেলার নিসিন্দা গ্রামের রুস্তম টেক্সটাইল লিমিটেডে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ওই ফ্যাক্টরির কেয়ারটেকার মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবারও রুস্তম টেক্সটাইল লিমিটেডে এ নির্মাণ কাজ চলছিল। এমন সময় পূর্ব শত্রুতার জের ধরে ওই গ্রামের আবুল কালামের ছেলে কামরুল ইসলামসহ ৭/৮ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে ফ্যাক্টরিতে কর্মরত ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান আকাশ ও শ্রমিক শাহাদাত হোসেনসহ বেশ কয়েকজনকে এলোপাথারি মারপিট করে কিছু নির্মাণ সামগ্রী নিয়ে চলে যায়। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আর রশিদ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম