ঠোটকাটা ও তালুকাটা শিশুদের সার্জারিসহ সম্মিলিত চিকিৎসা দিতে বৃটেনের ক্লেফট ফাউন্ডেশনের সহযোগিতায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ‘ক্লেফট সেন্টার’ খোলার উদ্যোগ নেয়া হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে ওসমানী মেডিকেল কলেজ মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, ব্রিটেনের বিশিষ্ট প্লাস্টিক সার্জন ব্রেইন সি সামামলেড, রিচার্ড অ্যালান ও ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ এন কে সিনহা প্রমুখ।
সেমিনারে বক্তারা জানান- বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬ হাজার শিশু ঠোটকাটা ও তালুকাটাভাবে জন্মগ্রহণ করে। এদের বেশিরভাগই দরিদ্র পরিবারের এবং তাদের চিকিৎসা করানোর সামর্থ্য থাকে না। পরবর্তীতে এসব শিশুকে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হয়। এসব শিশুদের বিনামূল্যে সার্জারিসহ সমন্বিত চিকিৎসা দিতে ওসমানী মেডিকেল কলেজে একটি ক্লেফট সেন্টার চালু করা প্রয়োজন।
বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম