প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করার দায়ে নোয়াখালীর কবিরহাট থেকে এমদাদ উল্যা(২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ
রবিবার সকালে উপজেলার চরমন্ডলিয়া বাজারের একটি টেলিকম দোকান থেকে তাকে আটক করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাছান।
আটককৃত এমদাদ উল্যা কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকাঁকড়া গ্রামের ওমর ফারুকের ছেলে।
পুলিশ জানায়, গত ৪-৫ দিন থেকে এমদাদ ইন্টারনেটের মাধ্যমে প্রধানমন্ত্রীর কিছু ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়। ওই ছবিগুলো কম্পিউটার ও মোবাইলের মাধ্যমে দোকানে যাওয়া গ্রাহকদের মাঝে ছড়িয়ে দেয় এমদাদ। পরে রবিবার সকালে এমদাদকে আটক করে কবিরহাট থানা পুলিশ।
ওসি মীর্জা মোহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় আটককৃত এমদাদ উল্যার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব