মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া গ্রামে কৃষক আয়নাল হোসেন (৪৮) হত্যার দায়ে নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত নুরুল ইসলাম (২৫) কাফাটিয়া গ্রামের হযরত আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া গ্রামে বাড়ির সীমানা বিরোধের জের ধরে ২০০৮ সালের ৩ অক্টোবর প্রতিবেশী আয়নালকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নুরুল ইসলামসহ আরও কয়েকজন। এতে ঘটনাস্থলেই আয়নালের মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিনই আয়নালের বাবা কফিল উদ্দিন বাদী হয়ে নুরুল ইসলামসহ ৫ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এদের মধ্যে মামলা চলাকালীন এক আসামি মারা যান।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মথুরনাথ সরকার ও আসামিপক্ষে অ্যাডভোকেট আনোয়ার হোসেন মামলা পরিচালনা করেন।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব