মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ ৫ জন নিহতের মামলার রায় আগামী ২২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রবিবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাহমুদ ফাইজুল কবীর রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন।
মামলার একমাত্র আসামি বাসচালক জামির হোসেন উপস্থিত ছিলেন। তার জামিন আদেশ বহাল রেখেছেন আদালত।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দু’পক্ষের যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ থাকলেও, রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের মোট ২৪ জন এবং আসামিপক্ষের দুইজন সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাস আরোহী তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। দুর্ঘটনায় নিহত বাকি তিনজন হলেন, মাইক্রোবাসের চালক মুস্তাফিজ, তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামাল।
এ ঘটনায় ওই বাসের চালক জামির হোসেনকে আসামি করে ঘিওর থানার তৎকালীন এসআই লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। পরে জামির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব