বাগেরহাটের চিতলমারীর বড়গুনী গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে ১১টি পরিবারের ছয়টি বসতঘরসহ নয়টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর দাবি, এতে প্রায় অর্ধ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে বড়গুনী গ্রামের মো. ফরিদ তরফদারের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এলাকাটি ঘনবসতি হওয়ায় অল্প সময়ের মধ্যে অন্যন্য ঘরগুলিতেও আগুন লেগে যায়।
আগুনে ঘরবড়ি ছাড়াও বর্তমান মৌসুমের কলাই, মুসুরি, সরিষাসহ বিভিন্ন ফসল পুড়ে গেছে। আগুনে প্রায় ২০/৩০ ফলন্ত নারকেল গাছও নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থরা হলেন, রহমান ফকির, তরফদারের পুত্র তাকিন তরফদার, ফরিদ তরফদারের পুত্র মিলু তরফদার, জলিলের পুত্র এয়াছিন ও ইনছান, মঞ্জুরের পুত্র আনিছ ও অদুদের স্ত্রী রোমেলা বেগম।
বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মাসুদ সরদার জানান, আগুনে নয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সাময়িকভাবে সামান্য সাহায্য করা হয়েছে। পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে সহযোগিতার ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৭/ফারজানা