বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে জাল ভোট দেয়ার সময় এক আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (২০)।
নিশানবাড়িয়া ইউনিয়নের হামেজিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় বাগেরহাট নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন জাহিদুলকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তিনি জাহিদুলকে ১৫ দিনের কারাদণ্ড দেন। সোমবার দুপুর সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটে।
এছাড়া নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্র থেকে দুই আওয়ামী লীগ কর্মীর ও অপর একটি কেন্দ্র থেকে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামানের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এরপর দুপুর দুইটার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জাতীয় পার্টির এ প্রার্থী। তিনি অভিযোগ করেন, নির্বাচনে ভোট কারচুপি করা হচ্ছে এবং জাল ভোটও দেয়া হচ্ছে। তাই তিনি নির্বাচন বর্জন করছেন।
ডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৭/ফারজানা