কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম। সোমবার উপজেলার রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়, বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কালির বাজার, আনন্দপুরসহ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে সেখানে ভোটারের চেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি তুলনামূলক বেশি।
অধিকাংশ ভোট কেন্দ্রেই বিএনপির এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। এছাড়া বলরামপুর কেন্দ্র ও বিবির বাজার কেন্দ্রে জাল ভোট দেয়ার দায়ে দুইজনকে পাঁচ দিন ও সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. খোরশেদ আলম।
সূত্র জানায়, আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী ও সদ্য সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল এবং বিএনপি (ধানের শীষ) মনোনীত প্রার্থী মো. রেজাউল কাইয়ুম।
এ উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ভোটার এক লাখ ৯১ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ৯৬ হাজার ১৯৭ জন ও নারী ৯৫ হাজার ১৫৫ জন।
বলরামপুর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম জিলানী জানান, এ কেন্দ্রের সাড়ে চার হাজার ভোটারের মধ্যে সকাল পৌনে ১০টা পর্যন্ত প্রায় ১৫০ ভোটার ভোটারধিকার প্রয়োগ করেছে।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৭/ফারজানা