'শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাজ এক হোন'- এই শ্লোগানকে সামনে রেখে স্বাধীনতা শিক্ষক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিনটি পালনে সোমবার সকালে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে মিলিত হয়।
নীলফামারী সদর উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা কমিটির আহবায়ক মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরওয়ার মানিক, সদস্য সচিব বাবু খোকা রাম রায়, অধ্যক্ষ শহিদুল ইসলাম, সদর উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায় ও সুধীর চন্দ্র প্রমুখ।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৭/ফারজানা