মেহেরপুরের গাংনীতে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ফতাইপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার মেরামতপুর এরশাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক (৫৫), সহকারি শিক্ষক ইনছার আলী (৫৮), আজগর আলী (৫৫) ও শফিকুল আলম (৫০) এবং মাইক্রো চালক সুমন হোসেন (২০)।
আহত ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রাজশাহী বাঘা উপজেলার মেরামতপুর এরশাদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা মাইক্রোযোগে মেহেরপুরের মুজিবনগরে শিক্ষা সফরে আসেন। পথিমধ্যে ফতাইপুর নামক স্থানে পৌঁছালে মাটিবোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে যাত্রীরা আহত হয়।
গাংনী থানা পুলিশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়া হয়েছে। ট্রলি ও মাইক্রোটি গাংনী থানা হেফাজতে নেয়া হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৭/ফারজানা