চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর চেকপোস্ট দিয়ে আড়াই মাস আগে উদ্ধারকৃত ভারতীয় নাগরিক মানিকুলের (৪২) লাশ হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতের মহদিপুর থানার এসআইশ্রী দেবাসিশ ও বিএসএফের মহদিপুর কোম্পানী কমান্ডারের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, ভারতীয় গরু ব্যবসায়ী মানিকুলের লাশ হস্তান্তরের ব্যাপারে বাংলাদেশের সিআইডি সকল প্রকার প্রস্তুতি শেষে লাশ হস্তান্তর করে। এ সময় ভারতীয় বাংলাদেশ দুতাবাসের প্রৌটকল অফিসার অরবিন্দকুমার ভাষর্য, কনসুল্যার আশরাফ হোসেন, মহদিপুর বিএসএফের কোম্পানী কমান্ডার টিএসহ্যাংগেল এবং বাংলাদেশের পক্ষে শিবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ রমজান আলী, ওসি (তদন্ত) সারোয়ার রহমান, ৯ বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ কোম্পানী কমান্ডার আবু তাহের ও সোনামসজিদ ইমিগ্রেশনের এসআই আতাউর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর শনিবার দুপুরে ৩-৪ জন ব্যক্তি একটি কালো মাইক্রোবাসে করে লাশটি শিবগঞ্জ উপজেলারউজিরপুরের পদ্মা নদীর তীর তেলিপাড়া নামক স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে শিবগঞ্জ থানা পুলিশখবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
উদ্ধারকৃত লাশটি ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানারপারদেওনাপুর গ্রামের কাশিম শেখের ছেলে মানিকুল শেখ এর বলে পুলিশ নিশ্চিত হয়। পরে লাশময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। তখন থেকেই লাশটিহাসপাতালের হিমঘরে ছিল।
বিডি-প্রতিদিন/ ৫ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭