ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান ও ৩ রাউন্ড গুলিসহ পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির সদস্য আজিজুল হক (৫০) কে গ্রেফতার করেছে। সে হরিণাকুন্ডু উপজেলার কেষ্টপুর গ্রামের মৃত আব্দুর রহমান মন্ডলের ছেলে।
আজ সোমবার ভোরে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। একটি ওয়ান শুটারগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে ৯ টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সোমবার ভোরে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির সদস্য ও সন্ত্রাসী আজিজুল হক কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে অবস্থান করছেন। এ সময় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাসী করে একটি ওয়ান শুটারগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/ ৫ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬