পঞ্চগড়ে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরের ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কের পাশে শের-ই-বাংলা পার্ক মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। উপস্থিত সকলেই দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করেন।
দুর্নীতি প্রতিরোধ কমিটির পঞ্চগড় জেলার সভাপতি প্রফেসর আবু জেকেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আলীম খান কোরেসি, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, পৌর মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ।
দুর্নীতি বিরোধী মানববন্ধনের এবারের প্রতিপাদ্য ছিল ‘দুর্নীতি হলে শেষ নিজে বাঁচবো বাঁচবে দেশ’।
বিডি প্রতিদিন/১০ মার্চ ২০১৭/এনায়েত করিম