বরিশালের কালাবদর নদীতে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২টি বেহেন্দি জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। তবে এই অভিযানে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি তারা।
শুক্রবার রাতের অভিযানে জব্দকৃত জাল আজ শনিবার দুপুরে নগরীর রসুলপুরে কোস্টগার্ড স্টেশনে পুড়িয়ে ফেলা হয়।
বরিশাল কোস্ট গার্ডের চিফ পেটি অফিসার মো. জামাল উদ্দিন জানান, শুক্রবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার বুখাইনগর ও চর সেফালী এলাকার কালাবদর নদীতে অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় নদীতে জেলেদের পেতে রাখা প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২টি বেহেন্দি জাল জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি। পরে জব্দকৃত জাল বরিশাল কোস্টগার্ড স্টেশনে পোড়ানো হয়।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯