গাইবান্ধা সদর উপজেলার মীরের বাগান এলাকা থেকে হেরোইন ও নেশা জাতীয় ভারতীয় ইনজেকশনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সদর উপজেলার উত্তর গিদারী গ্রামের মৃত শুকরু মিয়ার ছেলে আব্দুর রশিদ (২৮) ও একই গ্রামের হযরত আলীর মেয়ে চামেলী বেগম (২০)।
সদর থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুল হক জানান, দীর্ঘদিন ধরে আটকরা উত্তর গিদারী গ্রামসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে দুপুরে মীরের বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইন ও ১৮০ পিস নেশা জাতীয় ভারতীয় ইনজেকশনসহ (প্যাথেডিন) তাদের আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৯ মার্চ ২০১৭/এনায়েত করিম