গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বৃত্তির অর্থ শিক্ষার্থীদের হাতে তুলে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান এমপি।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফারুক খান বলেন, তোমরাই একদিন এ দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য তিনি সবাইকে ঠিকমত লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য পরামর্শ দেন। তিনি বলেন, তোমাদের মাধ্যমেই একদিন বাংলাদেশ উন্নত দেশ হিসাবে গড়ে উঠবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে তোমরাই এগিয়ে আসবে।
অনুষ্ঠানে জেলার ১৯২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে এককালীন ৩ হাজার করে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ, ২০১৭/মাহবুব