সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দুলালকে (৪২) চারদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার সকালে পুলিশ দুলালকে শাহজাদপুর আদালতের বিচারক সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট হাসিবুল হক আদালতে হাজির করা হলে বিচারক তাকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম মামলার, সঠিক তথ্য উদঘাটনের জন্য দুলালকে চারদিনের রিমান্ডে নেয়া হয়েছিল। রিমান্ডে জিজ্ঞাসাবাদে দুলাল বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে তদন্তের স্বার্থে সে তথ্য প্রকাশ করা যাচ্ছে না।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষের সময় মেয়র হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে সাংবাদিক শিমুল গুরুতর আহত হয়। পরদিন ৩ ফেব্রুয়ারি তাকে বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে শিমুল মারা যায়। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে মেয়র মিরুকে প্রধান আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গত ২ মার্চ আসামি দুলালকে পাবনা জেলার ভাঙ্গুড়া থেকে পুলিশ গ্রেফতার করে। দুলাল পৌর এলাকার বাড়াবিল গ্রামের ইসমাইলের ছেলে। শিমুল হত্যা মামলায় এ পর্যন্ত মেয়র মিরুসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত সকলেই জেলহাজতে রয়েছে।