পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবন্ধীদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল দশটায় পৌর শহরের এমবি কলেজ মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রামের উদ্যোগে পি এইচ আর পি ডিডি-ডি আই প্রকল্পের আওতায় ব্যাতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মাসুম। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন এনজিও কর্মী, গণমাধ্যমকর্মী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রাম সূত্রে জানা গেছে, সুবর্ন নাগরিকদের (প্রতিবন্ধী) নিয়ে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ক্রীড়া, সংস্কৃতিক, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রায় ১২০ জন সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী)অংশ গ্রহন করে। সবশেষে প্রতিবন্ধীদের অংশগ্রহনে একটি নাটিকা মঞ্চস্থ হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ