বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার নিভৃত পল্লী জিউধরা ইউনিয়নের প্রবীন ও বুনিয়াদি আওয়ামী লীগ নেতা গুরুদাস মন্ডলকে খুঁজে বের করলেন টুঙ্গিপাড়ার মেয়র আওয়ামী লীগ নেতা শেখ আহম্মেদ হোসেন মীর্জা। রবিবার বিকেলে তিনি ডেউয়াতলা গ্রামে গুরুদাস মন্ডলের বাড়িতে গিয়ে তার সাথে কুশল বিনিময় করেন। জিউধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গুরুদাস মন্ডল এই এলাকায় আওয়ামী লীগের গোড়াপত্তন করেছিলেন।
তার সাথে দেখা করতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামা মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা বলেন, ‘যারা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধরে এলাকায় আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছেন তাদের খোঁজখবর নিতে আমার ভালো লাগে। ভবিষ্যৎ প্রয়োজনে এই লোকগুলোকে আলোচনায় আনাও জরুরি। এরাই বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানে এবং প্রচার করে’।
রবিবার বিকেলে জিউধরার কাকড়াতলী ও ডেউয়াতলা গ্রামে পায়ে হেটে দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন মেয়র মির্জা। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, ইউপি সদস্য আশালতা মন্ডল, শিমুল কান্তি মিস্ত্রী, হাকিম মৃধা, আফজাল হোসেন এসময় তার সাথে ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ