বরগুনার আমতলী উপজেলায় ট্রাকচাপায় হামিদা বেগম হাসি (৮০) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খুড়িয়ার খেয়াঘাটে রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক শ্যামলকে (৩০) আটক করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
হামিদা বেগম আমতলী সদর উপজেলার চলাভাঙ্গা গ্রামের মৃত মুনসুর হাওলাদারের স্ত্রী। আটককৃত ট্রাক চালক শ্যামল বাকেরগঞ্জ এলাকার বাসিন্দা।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ জানান, হামিদার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবার গরিব হওয়ায় ট্রাক মালিকের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে। তাই মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়নি।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৭/হিমেল