রাজশাহীতে প্রায় ৫ কেজি বিস্ফোরক দ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর শিরোইলে পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
আটককৃতরা হলেন আবদুল লতিফ (৩৫) ও সাকিরুল ইসলাম (৩০)। তাদের আটকের পর রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-কমিশনারের (পশ্চিম) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
আরএমপির উপ-কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম জানান, সারাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে পুলিশ সতর্ক অবস্থানে আছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চলছে। সোমবার রাতে নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বাস টার্মিনাল এলাকায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালানোর সময় ওই দুই ব্যক্তির কাছে বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৭/হিমেল