নাটোরের নলডাঙ্গা থেকে বাংলা ভাইয়ের অনুসারী সন্দেহে আটক তিন জনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ দুপুরে আটককৃত মোতালেব হোসেন ওরফে বাবলু শাহ, আব্দুল আজিজ সরকার ও হেলাল উদ্দিনকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল ইসলামের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানী শেষে বিচারক প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার মধ্যরাতে নলডাঙ্গা উপজেলার কোমরপুর ও জগদীশপুর বাড়ইহাটি গ্রামে অভিযান চালিয়ে এ তিন জনকে আটক করে ডিবি পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে আজ রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে প্রেরণ করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ