নারায়ণগঞ্জের ফতুল্লায় ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ফতুল্লার সাইনবোর্ড ও ভুইগড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক শরীফ হোসেন (৪০) কক্সবাজারের টেকনাফের নাজিরপাড়া এলাকার মৃত শাখের আহস্মেদের ছেলে ও আক্তার কামাল (৩৩) একই এলাকার ঠান্ডা মিয়ার ছেলে। তারা টেকনাফের চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান-২ ও এএসআই তাজুল ইসলামকে সঙ্গে নিয়ে সাইনবোর্ড এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী শরীফ ও ভুঁইগড় এলাকা থেকে আক্তার কামালকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/৪ এপ্রিল ২০১৭/এনায়েত করিম