সাংবাদিক শিমুল গুলিবিদ্ধের সময় সংঘর্ষ চলাকালীন শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুর বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে দুই মাস পর আদালতে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হালিমুল হক মীরুর স্ত্রী লুৎফুন নেছা পিয়ারী বাদী হয়ে বর্তমান ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন ও পৌর আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি ভিপি রহিমসহ ১৭ জনসহ অজ্ঞাত দুইশ আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে শাহজাদপুর উপজেলা আমলী আদালতে বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. হাসিবুল হক মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর সাথে নির্বাচনে পরাজিত হয়ে আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি ভিপি আব্দুর আব্দুর রহিম মেয়র মিরুকে হত্যার চেষ্টাসহ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরই জের ধরে গত ২ ফেব্রুয়ারি বিকেলে আসামিরা দেশীয় অস্ত্র, পিস্তল, ককটেল, রামদা, কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হালিমুল হক মিরুকে হত্যার উদ্দেশে তার বাড়ি ঘেরাও করে বাড়ির অন্যান্য লোকজনদের হত্যার হুমকি দেয় এবং বাড়ি লক্ষ্য করে ককটেল গুলিবর্ষণ, ইটপাটকেল নিক্ষেপ ও বাড়ি ভাঙচুর করে। এসময় বাড়ির লোকজন আসামিদের বাধা দিলে তারা আরো ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি গুলি ছুড়লে পথচারী ও সাংবাদিক শিমুল আহত হয় এবং পরদিন সে মারা যায়। মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে এবং সাক্ষীরা চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় মামলা করতে বিলম্ব হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার