বরগুনায় ৫৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত দুই যুবকের নাম রাজু (২৬) ও সোহাগ (২৮)।
মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার চার নম্বর কেওড়াবুনিয়া স্টেশন থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় রাজুর কাছে ৫০ পিস ও সোহাগের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ জামান জানান, কেওড়াবুনিয়া মোড়ের স্টেশন থেকে রাজু ও সোহাগকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে সকালে কারাগারে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/ ০৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২