ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও জেলা ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ জুয়েল ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি ভূঁইয়া।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে জুয়েল ও রনি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় জুয়েল ও রনি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান জুয়েল।
সরাইল বিশ্বরোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৭/হিমেল