মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। এনিয়ে লেখাপড়ার পাশাপাশি প্রার্থীরা (ছাত্র/ছাত্রী) ভোটারদের কাছে নিজেদের ভোট প্রার্থনা করছেন।
স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সভাপতি মিহির কুমার হাওলাদার বলেন, ‘ এ নির্বাচনের মাধ্যমে স্কুল পর্যায় থেকেই যোগ্য নের্তৃত্বের সৃষ্টি হবে। তবে কেউ কেউ আছেন উক্ত নির্বাচন নিয়েও স্কুলের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।’
উল্লেখ্য, ৮ এপ্রিল সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৭/এনায়েত করিম