কুড়িগ্রামের আট উপজেলায় জঙ্গি ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুড়িগ্রাম সদর থানায় ১১ জন, উলিপুরে তিন, ফুলবাড়ীতে দুই, চিলমারীতে এক, নাগেশ্বরীতে চার, ভূরুঙ্গামারীতে এক, রৌমারীতে পাঁচ ও কঁচাকাটায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৭/এনায়েত করিম