দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে ঢাকাগামী হানিফ পরিবহন এবং পঞ্চগড়গামী পত্রিকাবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোঃ সেলিম (৩৮) নামে মাইক্রোবাস চালক নিহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউপির টালিথাকুমি মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মাইক্রোবাসের হেলপার উজ্জ্বল রায়সহ (১৭) ওই যাত্রীবাহী বাসের ১৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।
নিহত মাইক্রোচালক মোঃ সেলিম বগুড়া উপশহরের মোঃ মকছেদ আলীর ছেলে।
বীরগঞ্জ থানার এসআই কৃষ্ণ কুমার জানান, দুপুরে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউয়নের টালিথাকুমি মিশনের সামনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৫-০২৩৭) এবং বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পত্রিকাবাহী মাইক্রোবাসের (ঢাকা-মেট্রো-চ-১৩-২০৫৭) মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার হায়েজ মাইক্রটি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক মোঃ সেলিম মারা যান। আহত হয় কমপক্ষে ১৫জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ মাহামুদুল হাসান পলাশ জানান, দুর্ঘটনায় আহত ১৩জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এদের মধ্যে উজ্জ্বল রায় (১৭) এবং বাদল (২৬) নামে দুইজনকে আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাস আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ, পত্রিকাবাহী মাইক্রো এবং হানিফের কোচটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৭/হিমেল