মাগুরার শালিখা থানা পুলিশ প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ১০ টাকা দরের ১২ বস্তা চাউল উদ্ধার করেছে। চালগুলো কালো বাজারে বিক্রির উদ্দেশে এক স্থান থেকে অন্য স্থানে নিতে সেখানে মজুদ করা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ ভোরে পুলিশ ধনেশ্বরগাতি ইউনিয়নের দরিলক্ষ্মীপুর গ্রামের রথিন বিশ্বাসের বাড়ি থেকে এসব চাউল উদ্ধার করে।
ধনেশ্বরগাতির বাসিন্দা জাকারিয়া হোসেন জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে বর্তমান সরকারের খাদ্য বন্ধব কর্মসূচির ১০ টাকা দরের এসব চাল নসিমনে করে কালো বাজারে বিক্রির জন্য অন্যত্র পাচারের চেষ্টা করছিল একটি গ্রুপ। এসময় এলাকাবাসি তাদের জিজ্ঞাসাবাদ করলে নসিমন নিয়ে দ্রুত তারা ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় পুলিশে খবর দেয়া হলে তালখড়ি ইউনিয়নের দরি লক্ষিপুর গ্রামের রথিন বিশ্বাসের পরিত্যাক্ত বাড়ি থেকে ভোর চারটার দিকে বস্তাগুলো উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ধনেশ্বরগাতি ইউনিয়নের চেয়ারম্যান যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের ভাই বিমলেন্দু শিকদার বলেন, ‘আমি মঙ্গলবার রাতে ভারত থেকে বাড়িতে এসেছি। এ বিষয়ে আমার কিছু জানা নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে’।
এ ব্যাপারে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, চালগুলো রথিন বিশ্বাস নামে এক ব্যক্তির পরিত্যাক্ত বাড়িতে পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৭/হিমেল