লক্ষ্মীপুরে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী, হত্যা ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলার আসামি কালা মিয়া ওরফে ডাকাত কালাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। (আজ) সকালে সদর উপজেলার কুশাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কালামিয়া ওই এলাকার তছির উদ্দিনের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালা মিয়া ওরফে ডাকাত কালাকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্র আইনে ৫টি মামলা রয়েছে। একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীও। অস্ত্র বেচা কেনার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৭/হিমেল