বগুড়া দ্বিতীয় বাইপাস মহাসড়কের খামারকান্দি এলাকায় বালু বোঝাই ট্রাক ও কোচের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হাই (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪জন।
বুধবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার বেলা ১টার দিকে রংপুর গামী আতাউল্লাহ স্পেশাল নামের একটি কোচের সাথে বিপরীতমুখী একটি বালু বোঝই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক সহ ৫জন আহত হয়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক চালক আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন। অপর ৪জনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন