সন্দ্বীপে নৌকাডুবির ঘটনায় আরও তিনজনের লাশ উদ্ধার হয়েছে। তিন দিন আগের ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
বুধবার ভোরে গুপ্তছড়া ঘাটের আশপাশের এলাকায় দুই শিশুসহ তিনজনের লাশ ভেসে ওঠে। এই তিনজন হলেন- আনোয়ার হোসেন শিপন (৪০), সাইদ (৯) ও নেহা (৭)। গত রবিবার সন্ধ্যায় একটি সি ট্রাক থেকে যাত্রী নামিয়ে গুপ্তছড়া ঘাটে পৌঁছে দেওয়ার সময় আনুমানিক ৪০ জন যাত্রীসহ ডুবে যায় একটি লালবোট (নৌকা)।
ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌবাহিনীর তল্লাশিতে সোমবার পর্যন্ত পাঁচজনের লাশ পাওয়া যায়। আর মঙ্গলবার সারাদিনে উদ্ধার করা হয় আরও নয়টি লাশ। নৌকাডুবির ওই ঘটনায় এখনো দুই-তিনজন নিখোঁজ থাকতে পারেন বলে সন্দ্বীপ থানার ওসি শামসুল ইসলাম মনে করছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন