লিফলেট বিতরণকে কেন্দ্র করে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রলীগ নেতার মাথা ফাটাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট সংলগ্ন হর্টি কালচারের ভেতরে এ ঘটনা ঘটে।
আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নেয় হয়। পরে আরো উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হচ্ছেন, ইমতিয়াজ, রাসেল, আশিক, মামুন ও হাসান বিশ্বাস। মমেক হাসপাতালের করণিক হেলাল উদ্দিন আহতদের নামের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী দাবি করেন, বিশ্ববিদ্যালয়ে সরকার বিরোধী লিফলেট বিতরণ করছিল ছাত্রদল। এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাতে বাঁধা দিতে গেলে বহিরাগতদের নিয়ে ছাত্রদল হামলা করে। এসময় আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়।
তবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এমন অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষা নীতির উপর কেন্দ্রীয় ছাত্রদলের ২৫ দফা দাবি সম্বলিত লিফলেট প্রক্টরের অনুমতি নিয়েই প্রধান ফটকে বাসে বিলি করছিলাম। এমন সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ৫টি মোটরসাইকেল চেপে এসে আমাদের গালিগালাজ করে এবং লিফলেট বিতরণে বাঁধা দেয়।
তিনি বলেন, এক পর্যায়ে আমাদের ওপর চড়াও হয় তারা। এসময় আমিসহ সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সুজন ও সদস্য সোয়েব আহত হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা লিফলেট বিতরণ করতে না করলে বহিরাগতরা তাদের উপর হামলা করে। এসময় ছাত্রলীগের চার নেতা-কর্মী আহত হয়।
কোতোয়ারী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন