হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ড স্কুলের সামনে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ যাত্রী।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ফটিকছড়ি উপজেলার ভূজপুরের নারায়ণহাট এলাকার পরিতোষ নাথের ছেলে নারায়ণ নাথ (২৬) এবং একই উপজেলার ভূজপুর ইউনিয়নের তারাকো এলাকার নুর মোহাম্মদের ছেলে পিয়ারুল ইসলাম (৬০)।
হাটহাজারী থানার এসআই তৌহিদুল করিম জানান, বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিয়ারুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত এবং ৪ জন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে নারায়ণ নাথ নামে আরেক যুবককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।