কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি পরিদর্শন করলেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১০৪ দেশের সদস্যরা।
বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউ’র যৌথ উদ্যোগে আয়োজিত ১৩৬তম সম্মেলনের অংশ হিসেবে বুধবার তারা বার্ড পরিদর্শন করেন।
অংশগ্রহণকারীগণের মধ্যে ছিলেন আইপিইউ’র সদস্যভুক্ত দেশসমূহের আইনসভার সচিব পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদারের নেতৃত্বে তারা বার্ডে আসেন। এসময় জাতীয় সংসদ সচিবালয় এবং বাংলাদেশ সরকারের ঊর্ধতন কর্মকর্তাগণও সফরসঙ্গী হিসেবে ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন