মানিকগঞ্জের সাটুরিয়ায় পোশাক কারখানার একটি শ্রমিক পরিবহনের সঙ্গে ঢাকামুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা সবাই মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তারাশিমা অ্যাপারেলস নামক একটি পোশাক কারাখানার শ্রমিক।
গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক নান্নু মন্ডল জানান, সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তারাশিমা অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিক নিয়ে কারখানার দিকে যাচ্ছিলো বাসটি। পথে মহাসড়কের নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী একটি মাছবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে কারখানার ২০ শ্রমিক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল ২০১৭/এনায়েত করিম