সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শহরের নগুয়া সড়কে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
গত কয়েকদিন ধরে রাতের বেলায় মুখোশধারী কতিপয় সন্ত্রাসী শহরের নগুয়া, বিন্নগাঁওসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী তাণ্ডব চালায়। সন্ত্রাসীরা রামদা, চাপাতিসহ বিভিন্ন অস্ত্র সস্ত্র নিয়ে রাস্তায় যাকে পেয়েছে, তাকেই এলোপাতারি কুপিয়েছে। ভাঙচুর করেছে অন্তত ৫০টি বাড়ি ও দোকান। তাদের হামলায় স্কুলছাত্রসহ সাতজন আহত হয়েছে। এ ঘটনায় এলাকার সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মানববন্ধন থেকে বক্তারা সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক ফোরামের সমন্বয়কারী এনায়েত করীম অমি, কিশোরগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. ইয়াকুব সুমন, কামরুন্নাহার লিপি, সাবেক কাউন্সিলর ওয়াহিদুজ্জামন জুয়েল , এনজেল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ খন্দকার আনোয়ার হোসেন, লাইসীয়াম প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঋতু রায়, নারীনেত্রী বিলকিস বেগম, সাংবাদিক এ কে নাছিম খান, সোহেল চৌধুরী, কৃষক লীগ নেতা আলমগীর হোসেন, যুবলীগ নেতা রুহুল আমিন খান, শফিকুল ইসলাম প্রমুখ।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল ২০১৭/এনায়েত করিম