সাময়িক বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত হওয়ার পর নিজের কর্মস্থলে ফিরেছেন হবিগঞ্জের পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ।
বৃহস্পতিবার দুপুরে তিনি পৌর কর্মচারীদের বেতন বিলে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে আবারও কাজ শুরু করেন।
এর আগে সাংবাদিক, পৌর কর্মকর্তা-কর্মচারী ও সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি যাতে হয়রানি থেকে মুক্ত হয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় গত ৪ জানুয়ারি জামিনে মুক্তি পান জি কে গউছ। এরপর হাইকোর্টের নির্দেশে ২৩ মার্চ মেয়র পদে ফিরলেও সুরঞ্জিত সেন গুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হলে তাকে আবারও সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর গউছের রিট আবেদনের প্রেক্ষিতে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৭/মাহবুব