কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে অপহৃত স্কুলছাত্রী নিশুকে অপহরণের তিনদিনের মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত দুই যুবককে আটক করে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিশু উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
চৌদ্দগ্রাম থানার এসআই এসএম মনির হোসেন জানান, উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের মৃত আবু তাহেরের ১৪ বছর বয়সী মেয়ে নিশুকে গত সোমবার চিওড়া ব্রাক ব্যাংকের সামনে থেকে অজ্ঞাতনামা ২/৩ জন যুবক জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে।
এঘটনায় অপহৃত নিশুর ভাই রুবেল থানায় একটি মামলা করে। পুলিশ মোবাইল ফোন ও গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতয়ালী থানার চান্দপুর এলাকা থেকে অপহরণে জড়িত চান্দিনা উপজেলার ভুয়ারী গ্রামের আবদুল মতিনের ছেলে জুয়েল হোসেন প্রকাশ সৌরভ (২১) ও জয়নাল আবেদীনের ছেলে মো. সোহাগকে (২২) গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য মতে সৌরভের ফুফাতো ভাই আলাউদ্দিনের ঘর থেকে অপহৃত নিশুকে উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল ২০১৭/এনায়েত করিম