বাগেরহাটের মোরেলগঞ্জে ট্রলারডুবিতে নিহত ১৮জনের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ওবায়দুর রহমান বৃহস্পতিবার বেলা ১টায় নিহতদের স্বজনদের হাতে চেক তুলে দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব ও মোরেলগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ আলী এ সময় উপস্থিত ছিলেন।
গত ২৮মার্চ মোরেলগঞ্জের পানগুছি নদীতে খেয়া ট্রলার ডুবে ১৯জন যাত্রী নিখোঁজ হন। এর মধ্যে ১০জন নারী ও ৩ শিশুসহ ১৮জনের লাশ উদ্ধার করেছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ